
খাগড়াছড়িতে জমি চাষ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে চালক মারা গেছেন। নিহত ট্রাক্টর চালকের নাম মো. চাঁন মিয়া (৩৫)। সে মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি এলাকার মৃত মো. সুলতান মিয়ার ছেলে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর উপজেলাধীন দাতকুপ্যা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁন মিয়া স্থানীয় এক ট্রাক্টর মালিক হারেজ মিয়ার সাথে দিন মজুরি হিসেবে ট্রাক্টর চালক হিসেবে কাজ করেন। ঘটনার দিন কাজের জন্য ট্রাক্টর নিয়ে খাগড়াছড়ি জেলা সদর উপজেলার দাতকুপ্যা এলাকায় কৃষি জমি চাষ করতে যান। জমি চাষ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টরটি রাস্তায় ওঠার সময় হঠাৎ উল্টে যায়।
এর ফলে চাঁন মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তার সাথে থাকা ট্রাক্টরের মালিক হারেজ মিয়া আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পী বলেন, ট্রাকটির উল্টে দুর্ঘটনার ঘটনায় এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ঘটনায় অন্য একজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
মহালছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছে এবং সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর