
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মেরুং ইউপির বেলছড়ি এলাকায় একটি অটোরিকশা (ইজিবাইক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন বেলছড়ি এলাকার বাসিন্দা হাসু মিয়ার স্ত্রী।
দুর্ঘটনার পর নিহতের সন্তান বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন। সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মোটরসাইকেল চালক লিকু বড়ুয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অটোরিকশা (ইজিবাইক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'
স্থানীয় এলাকাবাসীর মতে, সড়ক দুর্ঘটনার কারণে জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর