
সাতক্ষীরায় সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি, সিন্ডিকেট করে কৃষকদের কাছ থেকে বছরে প্রায় ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনায় সাতক্ষীরা খামারবাড়ি উপ পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে অভিযান শুরু হয়, অভিযান চলে বিকেল ৫ টা পর্যন্ত। দুদক কার্যালয়ের নির্দেশে অভিযানটি নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।
খামারবাড়ির উপ পরিচালক সাইফুল ইসলামের অফিসে প্রবেশ করে দুদক অভিযান দলটি অভিযোগের বিষয়টি খতিয়ে দেখেন। এর আগে তারা পাটকেলঘাটার সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে যান এবং তাদের সার ব্যবসার বৈধতা খতিয়ে দেখেন।
অভিযান শেষে খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাতক্ষীরায় সার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বছরে ৩৯ কোটি টাকা লোপাট করছে এমন অভিযোগ উঠে আসে। সার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত প্রতিকেজি ২৭ টাকার সার ৩৮ টাকায় বিক্রি করছে। দুদক ছদ্মবেশে বিষয়টি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায়। সারের ডিলার নিয়োগ নিয়েও বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। এ ব্যাপারে সরেজমিন তদন্ত করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর