
খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাত দখল করে দোকান বসানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা এবং সকলকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার বৃহৎ ও ব্যস্ত বাজার বোয়ালখালী বাজারে (নতুন বাজার) ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান ও জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। এই অভিযান দোকানের সামনে অবৈধভাবে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত হয়।
অভিযানে ৪ ব্যবসায়ীকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৯৩ ধারায় দোষী সাব্যস্ত করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করার হুঁশিয়ারি দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ীদের এর আগেও ফুটপাত দখল না করার বিষয়ে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করেই তারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, 'ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা আগেও তাদের সচেতন করেছি। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তারা নিয়ম ভঙ্গ করেছেন। তাই আজ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনগণের স্বার্থে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালু থাকবে।'
এ সময় বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা শুধু আইনবিরোধীই নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তিনি সবাইকে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সচেতন হতে আহ্বান জানান।
দীঘিনালায় এমন অভিযান বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর