
খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে ছেলে কর্তৃক বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে খোকন মজুমদার (৪০) কে আটক করেছে পুলিশ। নিহতের নাম বিনোদ মজুমদার। সে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এলাকা হতে আসামিকে আটক করে পুলিশ। পরবর্তীতে ঘাতকের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডটি ভিকটিমের পার্শ্ববর্তী জোটনের বাড়ির পার্শ্বে বাঁশঝাড় হতে উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার (২০ জানুয়ারি) পারিবারিক কলোহের জেরে রাত সাড়ে ৭টায় ছেলে খোকন মজুমদার- বাবা বিনোদ মজুমদারকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘাতক ছেলে বাবাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরবর্তীতে মঙ্গলবার রাত ১২:৪০ ঘটিকায় চ.মে.ক হাসপাতালে নিয়ে তথ্য গোপন করে রোড এক্সিডেন্টের কথা বলে ভর্তি করে। এরপর ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় রাত ০১:০২ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পরে ঘাতক ছেলে বাবাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাবা বিনোদ মজুমদার মারা যায়। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করে। নিহতের স্ত্রী রিনা মজুমদার মানিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগেই ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হত্যা মামলাটি বুধবার (২২ জানুয়ারি) মানিকছড়ি থানায় রেকর্ড করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ছেলের হাতে পিতা খুনের ঘটনায় চট্টগ্রাম পাঁচলাইশ থানার সহযোগিতায় ঘাতক ছেলে খোকন মজুমদার (৪০) কে গ্রেফতার করেছি। মূলত থানায় মামলা রুজু করার পূর্বেই আমরা অভিযান চালিয়ে ঘাতককে গ্রেফতার করি।
মামলাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আসামি খোকন মজুমদার (৪০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে ফৌ. কা : বি. ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর