
খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে সক্রিয় পাহাড় কাটা চক্রের দুই ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে রামগড় পৌরসভার কালাডেবা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারকেই বেছে নেয় পাহাড় কাটা চক্র। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ ভাবে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়।
রাতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় পাহাড়ের মালিক রওশন আরাকে ৫০ হাজার টাকা ও পাহাড় কাটায় জড়িত চক্রের অন্যতম আলমগীর কবিরকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর