
বগুড়ার শেরপুরের ছোনকা দক্ষিণ পাড়া এলাকায় অবৈধভাবে মাটি খনন করে ফসলি জমি ও রাস্তার ক্ষতি করায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম।
তিনি জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের মৃত ছোবের আলীর ছেলে নুর আলম তার ফসলে জমির মাটি কাটার জন্য, একই গ্রামের মো. আসুর ছেলে খোইবার এবং মো. মোজাফফরের ছেলে রুবেলের নিকট মাটি বিক্রি করে দেয়।
সে অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে মানুষের চলাচলের রাস্তাটিও নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ ১ লক্ষ টাকা জরিমানা করেন। তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর