
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে ভারতীয় ২ নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
শুক্রবার (২ মে) রাতে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠকের পর বিষয়টি মীমাংসা করা হয়।
ফেরত আসা বাংলাদেশি কৃষকরা হলেন- ধর্মজৈন সীমান্ত এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা।
জানা যায়, হস্তান্তরের পর বাংলাদেশি ২ কৃষককে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে স্থানীয় গ্রামবাসী।
স্থানীয়রা জানান, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। পরে বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিরল থানার ওসি আব্দুস সবুর বলেন, পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ বিষয়টির সমাধান করেছে। ইতোমধ্যেই দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে ভারতীয় ২ নাগরিককেও বিএসএফ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর