
গনঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলাকারী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন(৩২) কে গ্রেপ্তার করেছে ব্রাহ্মনপাড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিশন উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-২২(১১)২০২৪।
ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বরে সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলায় তাকে আজ রাত ৮টার দিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর