
নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আজব আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়ার নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতের শিকার হন তিনি।
আজব আলী ওই গ্রামের আকালী প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। স্থানীয়রা জানান, বিকাল ৩ টার দিকে হঠাৎ বৃষ্টিপাত হয়। সেসময় বৃষ্টিতে ভিজতে ভিজতে আজব আলী বাইরে থেকে বাড়ির ভেতরে ঢুকছিলেন।
এসময় বজ্রপাতে সেখানে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজনের নজরে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে একই দিনে বজ্রপাতে আলিফ (১৫) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলিফ একই উপজেলার সলইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
মেডিকেল অফিসার ডা. রিতা হালদার জানান, আজব হাসপাতালে আসেননি, তবে কিশোর আরাফাত হাসপাতালে ভর্তি রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর