শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় হালুয়াঘাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স,জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা,হালুয়াঘাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো: জুলকার নাঈন প্রমূখ।
বিক্ষোভ মশাল মিছিলটি উপজেলা জয়িতা (মহিলা মার্কেট) থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলা একটি ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ বারবার ঘটতে থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর