
টাঙ্গাইলের মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পৌর শহরের একাধিক পয়েন্টে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ৬ ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা ও ১৯৮ কেজি খেজুর জব্দ করা হয়।
রবিবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মির্জাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকতা এবিএম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানের সহযোগী শক্তি হিসেবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, জনসাধারণ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলদারদের ইতঃপূর্বে বহুবার সতর্ক করা হয়েছে, জরিমানাও করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতে সর্বোচ্চভাবে আইন প্রয়োগ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর