
রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী বোয়ালিয়া মোড় এলাকায় বুধবার (৩ মার্চ বিকেলে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুত্বর আহত এবং মোটরসাইকেলের পিছনে বসে থাকা জুয়েল মন্ডল নিহত (৩২) হয়েছে। জুয়েল পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা কুড়িপাড়া গ্রামের নাজিম উদ্দিন মন্ডলের ছেলে। আহত রেজাউল একই এলাকার জনাব মন্ডলের ছেলে। (সম্পর্কে দুজন চাচাতো ভাই)
ঘটনার সময় জুয়েলের সঙ্গে থাকা দুই ভাই বলেন, আমরা কয়েকটি মোটরসাইকেলযোগে বেশ কয়েকজন রাজবাড়ী থেকে পাংশাতে আসতেছিলাম। পথিমধ্যে জুয়েলের গাটি কুষ্টিয়াগামী একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর গুরুত্বর আহত জুয়েল ও রেজাউলকে দ্রুত কালুখালী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর রেফার্ড করেন। জুয়েলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে কলেজ থেকে ঢাকাতে রেফার্ড করা হয়। ঢাকাতে নেবার পথেই তার মৃত্যু হয়।
নিহত জুয়েল ল-প্র্যাকটিস ছেড়ে গত ৮/৯ মাস যাবত রংপুর নব থিয়েটার প্রজেক্টে কর্মরত ছিলেন বলে জানান তার ভাই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর