
সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। পরে কোম্পানীগঞ্জ ফারজানা বাস ড্রাইভার কর্তৃক এক নারীকে ধর্ষণ ও হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেয়ার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ফারজানা কাউন্টারে তালা ঝুলিয়ে দিয়ে এই বাস চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন আসিফ, নিলয়, সিয়াম, কাজী নাছির, কেয়া।
এসময় ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়া মূল কারণ হচ্ছে দেশে সঠিক বিচার ব্যবস্থা না থাকা। তারা বলেন প্রতিটা ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের জনসম্মুখে এনে মৃত্যুদণ্ড কার্যকরের আইন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। ফারজানা বাসে ঘটে যাওয়া ঘটনার দ্রুত বিচারের দাবি জানান তারা।
উল্লেখ্য গত (৬ইমার্চ) বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় ব্রিজের নীচ থেকে হাত পা ও মুখ বাধা অবস্থায় শাহনাজ বেগম(৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ফারজানা ট্রান্সপোর্টের ছাত্তার নামের এক গাড়িচালককে আটক করেছে পুলিশ। ফারজানা ট্রান্সপোর্টের চালক এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার খবরে ফারজানা বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর