
বিডি২৪লাইভের কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মেহেদীর বিশেষ প্রতিবেদক শাহীন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণ হওয়ায় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) এ.কে.এম দিদারুল আলমকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রধান কার্যালয়ের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মাসুদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে এডি এ.কে.এম দিদারুল আলমকে ‘স্ট্যান্ড রিলিজ’ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) এ কে এম দিদারুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন কর হয়।
অভিযোগ রয়েছে, আটক এক আসামিকে শিখিয়ে স্থানীয় অনলাইন চ্যানেল ডেকে লাইভ সম্প্রচার করে সাংবাদিককে ওই আসামির সহযোগী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলেছে। কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটা এমন ঘটনায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এতে বক্তাগণ উল্লেখ করেন, রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে এক নারী অভিযোগ করেন যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম তার স্বামীকে (সিএনজি চালক বজল করিম) মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। পোস্টের ক্যাপশনে সাংবাদিক রাসেল লেখেন, অপকর্মে মশগুল মাদকের এডি দিদারুল। মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়া সিএনজি চালক বজল করিমের স্ত্রী রাশেদার আহাজারি!! এরপর থেকে এডি দিদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সাংবাদিক শাহীন রাসেল।
ওই নারীর ভিডিও বক্তব্য ফেসবুকে পোস্ট করার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে রাত সাড়ে ৯টায় মাদকদ্রব্য কার্যালয়ে আগে থেকে আটক এক আসামিকে শিখিয়ে সাংবাদিক রাসেলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সেটি লাইভ প্রচার করা হয়। এডি দিদারুল আলমের এমন প্রতিহিংসাত্নক, সাজানো ও পরিকল্পিতভাবে একজন পেশাদার সাংবাদিককে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করতে বাধ্য হয়েছে সাংবাদিক সমাজ। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে স্মারকলিপি দেয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর