
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার তিনজন ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
এ ঘটনায় এক ছাত্রের মা বাদী হয়ে বুধবার (১৯ মার্চ) কালুখালী থানায় মামলা করেছেন। পুলিশ শিক্ষক মামুনকে গ্রেপ্তার করেছে। তিনি খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হোসেনের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি তারিখে রাত পৌনে ১২টার দিকে শিক্ষক মামুন তার ছেলে (১৪) কে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করে। তার ছেলে কৌশলে শিক্ষক মামুনকে ধাক্কা মেরে চলে আসে। একইভাবে মাদ্রাসার আরও দুই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে মামুন। বেশ কিছুদিন ধরে মামুন এভাবেই ছাত্রদের বলাৎকারের চেষ্টা করে আসছিল।
ছাত্ররা যাতে বিষয়টি কাউকে না বলে সেজন্য নানা ভাবে ভয় দেখাতো। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন মামুনকে আটক করে কালুখালী থানা পুলিশকে দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। বুধবার দুপুরে মাদ্রাসার এক ছাত্রের মা থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মামুনকে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, শিক্ষক মামুন দীর্ঘদিন ধরেই বেশ কয়েকজন ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে আসছিল। বিষয়টি যেন কাউকে না বলে এজন্য ছাত্রদের নানা ভাবে ভয় দেখাতো। এরকম অভিযোগ তিন অভিভাবক করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর