
স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্র করে চলছে। বর্তমান সরকারকে নানা ভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই এ সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ দেওয়া।
এখনো আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে। আমরা তারেক রহমানের নির্দেশনায় সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিব। রাজবাড়ী জেলার পাংশায় উপজেলার শরিষা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
শনিবার (২২ মার্চ) সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম হুমায়ুনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, উপজেলা বিএনপির নেতা বাচ্চু, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম, কলিমর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেন, শরিসা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস, আনিছুর রহমান বিশ্বাস, আমিরুল ইসলাম শিল্পী ।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন আহমেদ, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহীনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, সরিষা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সরিষা ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল হোসাইন, সরিষা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিজানুর রহমান, ছাত্রনেতা লিটন, রাফসান জানি সহ শরিসা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর