
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এতবারপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে গোমতী নদীতে ডুবে আবু ইউসুফ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বুড়িচং উপজেলার ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর দক্ষিণ পাড়ার আবু ইউসুফ ও তার ভাই হুমায়ুন কবির গরুর জন্য গোমতীর পাড়ে ঘাস কাটতে যান। পরে আবু ইউসুফ ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। ভাই হুমায়ুন কবির অনেক খোঁজাখুঁজির পর মসজিদের মাইকে বিষয়টি জানালে গ্রামবাসী সহযোগিতায় এগিয়ে আসে। একদল যুবক নদীতে নেমে আবু ইউসুফের ঘাসের বস্তাটি খুঁজে পায়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হলে নিখোঁজের চার ঘণ্টা পর নদীর তলদেশ থেকে আবু ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা, বিশেষ করে আরিফসহ একাধিক ব্যক্তি জানান, এতবারপুর এলাকায় গোমতী নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গর্তে পড়ে গিয়ে আবু ইউসুফের মৃত্যু হয়েছে।
আবু ইউসুফের মৃত্যুতে তার আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম চলছে। তাকে একনজর দেখার জন্য গোমতীর দুই পাড়ে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘আবু ইউসুফ নামের এক ব্যক্তির লাশ গোমতী নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘাস কাটতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও বুড়িচং থানা পুলিশ উদ্ধার কাজে সহায়তা করেছে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর