
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে কার্টুনে মোড়ানো অজ্ঞাত এক মাঝবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে যায়।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় একটি বড় কার্টুন দেখে সন্দেহ জাগে স্থানীয়দের। পরে দুর্গন্ধ ও রক্তপাত লক্ষ্য করে তারা পুলিশে খবর দেয়। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টুনটি খুলে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য চিত্ত রঞ্জন সরকার জানান, “স্থানীয়রা আমাকে বিষয়টি জানালে আমি গ্রাম পুলিশ পাঠাই। তারা কার্টুনটি বাঁশঝাড় থেকে সরিয়ে রাস্তায় আনে। তখন থেকেই দুর্গন্ধ ও রক্তপাত হচ্ছিল।”
গ্রাম পুলিশ হোসেন আলী বলেন, “মেম্বার স্যার জানালে আমি ঘটনাস্থলে গিয়ে কার্টুনটি সরিয়ে রাখি। পরে পুলিশ এসে কার্টুন খুলে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
ওসি এস এম আমান উল্লাহ বলেন, “মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সর্বশেষ খবর