
বগুড়ার শেরপুরে জোরপূর্বক ভাবে বাড়ী দখলের পায়তারা করে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম ও আব্বাস আলীসহ ৪-৫ জনের বিরুদ্ধে।
অভিযুক্তরা সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বাদি হয়ে ভুক্তোভোগী আব্দুস সামাদ শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৯৯৯ সালে বিবাদির নিকট হতে জমি ক্রয় করে ইট দিয়ে বাড়ি করে বসবাস করে আসছে। হঠাৎ করে কিছুদিন পূর্বে তাদের জমি দাবি করে জোরজবদ করে দখলের চেষ্টা করে।
এ ঘটনায় বগুড়া আদালতে একটি মামলা দায়ের করা হলে বিবাদীদের উপর নিশেধাক্কা জারি করে। এমতাবস্থায় গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে সাইফুল ইসলাম ও আব্বাস আলীসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র লোহার রড, শাবল দিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এতে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করে। বাড়ি থেকে যাওয়ার সময় প্রাণ নাসের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর