
নরসিংদীর পলাশে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে আটক করে ১৫ দিন করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন এই অভিযান পরিচালনা করেন । গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা ও রহিম কাজীর ছেলে কাজী রোমান।
সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাঙার ভিরিন্দা গ্রামে ফসলি জমি থেকে অবৈধ ভাবে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এমন সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাটি কাটায় সরাসরি জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ১৫ দিন করে সাজা প্রদান করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর