ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে সুনামগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক তাৎক্ষণিক নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ সকল বিওপি কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির। তিনি জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত নিয়মিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে। একই সাথে যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং/রিক্রসিং এর ঝুঁকি রয়েছে সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণের চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর