
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ড্রিংকস বিক্রয় করার অপরাধে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১টার দিকে জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সুত্রে জানা গেছে, জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রয় করার জন্য মো: ইস্রাফিল হোসেন এর প্রতিষ্ঠান রত্না সুপার ড্রিংকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ঠ ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে ১৮ কার্টুন (৪৩২০ পিস) ড্রিংকস ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: গোলাম ফারুক প ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর