
চাঁদপুরের কচুয়ায় গণধর্ষণের মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কচুয়া থানার একটি মামলা দায়ের করেন ভিকটিম, যাহার মামলা নং- ১।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন (৩১), পিতা মৃত বাবুল মিয়ার ছেলে ও মো. মহসিন (২৮) পিতা আঃ হালিমের ছেলে। উভয় হাড়িচাইল (মুন্সি বাড়ি)।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এর বড় ছেলে ইব্রাহিম (১০) গত ১৭ এপ্রিল ২০২৫ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজ করতে করতে সন্ধ্যা আনুমানিক ৭টার সময় কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল (মুন্সি বাড়ি) যায়।
এসময় সুমন ও মহসিন ভিকটিমকে বলে আপনার ছেলেকে আরিফ এর পরিত্যক্ত বসত ঘরের ভিতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভিকটিম তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যায়। এসময় বর্ণিত দুই ধর্ষক তাকে ঝাপটে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেছে। মামলার পর থেকে তারা পলাতক ছিল। বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা রুজু করা হয়। সুমন ও মহসিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর