
খাগড়াছড়ির মানিকছড়িতে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বসছে পার্বত্যঞলের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধ মেলা।
প্রতিবছরের ন্যায় এবছরও মেলার ১৪১তম আসরের আয়োজন করেছে উদযাপন কমিটি। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক আব্রে মারমা।
জানা গেছে, ১৮৮৩ সালে মিয়ানমার থেকে অষ্টধাতুর তৈরি একটি ‘বুদ্ধ মূর্তি’ রাজবাড়ির পাশে মহামুনি টিলায় স্থাপনের মধ্যদিয়ে 'মহামুনি বুদ্ধ মেলা'র আনুষ্ঠানিকতা শুরু হয়। বুদ্ধ মূর্তির স্থাপন কালটি মারমাব্দ চন্দ্র মাসের প্রথম দিন হওয়ায় মারমা জনগোষ্ঠী এ দিনটিতে ‘বুদ্ধ মেলা’ হিসেবে পালন করে আসছে।
আর আগামীকাল পহেলা বৈশাখের দিন বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী এ মেলার ১৪১তম আসর। মেলাকে কেন্দ্র করে মানিকছড়িসহ তিন পার্বত্যঞলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। ইতোমধ্যে বাহারি সব দোকানপাটের পশরা সাজিয়েছেন দোকানিরা। কেননা তিন পার্বত্য জেলার পাশাপাশি চট্টগ্রামসহ সমতলের প্রায় ২৫-৩০ হাজার পাহাড়ি-বাঙ্গালিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন মেলা ঘটে এখানে।
তাছাড়া আবহমান কাল ধরে চলে আসা বর্ষবরণ ও পাহাড়ে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে নানা রকমের অনুষ্ঠানাদি থাকলেও এটি সবার আগ্রহের কেন্দ্রে। কেননা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন তৈরি হয়।
অন্যদিকে, রোববার (১৩ এপ্রিল) বিকেলে মাহা সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে মারমা জনগোষ্ঠীর পাশাশাপাশি উপজেলা বিভিন্ন পাড়া থেকে আগত শিশু-কিশোর, তরুণ-তরুণী ও নানা বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
মেলার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকার পাশাপাশি বাড়তি গোয়েন্দা নজরদারী থাকার কথাও জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর