"ঈদে খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, শিশুদের মুখে হাসি ফুটবে না যতদিন" - এই স্লোগানকে সামনে রেখে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জুড়ীতে অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দের বাস্তবিক রূপ তখনই দৃশ্যমান হবে যখন সমাজের সকল শ্রেণির মানুষের, বিশেষত শিশুদের মুখে হাসি ফুটবে।
এই শিশুদের মুখে হাসি ফুটিয়ে তাদের ঈদ আনন্দময় করে তুলতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের ২৮তম ইভেন্ট (প্রজেক্ট আনন্দ -০৭) বাস্তবায়ন করেছে।
এই প্রজেক্টের আওতায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ৫ ও ৬ জুন জুড়ী উপজেলার জাঙ্গীরাই ও বেলাগাঁও, হরিরামপুর গ্রামের বেশ কয়েকজন শিশুকে ঈদের জামা উপহার দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, তাঁদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কিছু শিশুর মুখে হাসি ফোটাতে পেরে তাঁরা আনন্দিত।
ঈদের জামা উপহার অনুষ্ঠানে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি পারিজাত চন্দ্রাননা অর্চি, প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুপ্রিয়া সূত্রধর ঐশী, কোষাধ্যক্ষ সুপার্থ দাস, স্পোর্টস সম্পাদক নাসিরুল সালমান, স্বেচ্ছাসেবক ফৌজিয়া ও আল আমিন উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর