
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের একটি কফিশপের সামনে এক তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত কফিশপের ম্যানেজার ও এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও মারধরের শিকার ওই তরুণীর সন্ধান মেলেনি।
গ্রেপ্তারকৃতরা হলেন—আপন কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।
সোমবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।
তিনি জানান, ঘটনার দিন ১১ এপ্রিল, তরুণীটি কফিশপটিতে প্রবেশের চেষ্টা করলে ম্যানেজার আল আমিন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তরুণী আহত অবস্থায় স্থানটি ত্যাগ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
ভিডিওটিতে দেখা যায়, তরুণী কফিশপের প্রবেশপথে দাঁড়িয়ে থাকলে দোকানের দুই কর্মচারী বেরিয়ে এসে কিছু না বলেই তাকে মারধর শুরু করেন। এরপর তরুণী দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ওসি আরও জানান, অভিযুক্তদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দাবি করেছেন, তরুণীটি প্রায়ই দোকানে এসে কাস্টমারদের বিরক্ত করতেন। তবে প্রকৃত ঘটনা জানার জন্য ভুক্তভোগী তরুণীর সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
ঘটনার পর রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার (১৬ এপ্রিল) আদালতে হাজির করা হবে।
সর্বশেষ খবর