
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুমিল্লা জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।
বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেন এবং রাস্তায় বসে পড়েন। এতে সড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ সময় আলোচনার পর শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে:
শিক্ষার্থী সালেহ আকরাম বলেন, "আমাদের এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এই দাবি মানতে হবে, নতুবা আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।"
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, "যানজটে মানুষের ভোগান্তির বিষয়টি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা সরে না যাওয়ায় পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের সরানো হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।"
সর্বশেষ খবর