
অনলাইন জুয়ার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে পরিবারের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন অচিন্ত পাল (২২) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অচিন্ত পাল ওই গ্রামের মৃত অভিনাশ পালের ছোট ছেলে। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পান ব্যবসায়ী ছিলেন।
অচিন্ত পালের বড় ভাই অসিম পাল জানান, সম্প্রতি অচিন্ত কয়েক লাখ টাকা ঋণ করেন। পরে তিনি জানতে পারেন, অচিন্ত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন। তিনি আরও জানান, এর আগে তারা অচিন্তের ঋণের সাত-আট লাখ টাকা পরিশোধ করেছেন এবং তাকে পুনরায় ব্যবসা শুরু করার জন্য অর্থ দিয়েছিলেন।
পরিবার ও প্রতিবেশীরা জানান, গত সোমবার সন্ধ্যায় অচিন্ত পাল তার জমি বিক্রি করতে চেয়েছিলেন। পরিবার জমি বিক্রি করতে বাধা দিলে তিনি সবার অগোচরে ইঁদুর মারার বিষ পান করেন। শরীরে অস্বস্তি অনুভব করলে পরিবারকে বিষয়টি জানানোর পর তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
নিহতের এক আত্মীয় জানান, অচিন্তের বাবা মারা গেছেন। মা ও ভাইয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে কেন তিনি এমন কাজ করলেন, তা তারা বুঝতে পারছেন না। তিনি আরও জানান, অচিন্ত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং তার ভাই অনেক ঋণ পরিশোধ করেছেন।
নবীগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ দুলাল আহমেদ চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর