
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গুচ্ছ থেকে বাহির হয়ে স্বতন্ত্র পদ্ধতি ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এই পরীক্ষাকে কেন্দ্র করে 'শহীদ আবু সাইদের' নামে ভর্তিইচ্ছুদের জন্য তথ্য সহায়তা দিবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ 'শহীদ আব্দুল কাইয়ুম' ও 'শহীদ আবু সাইদের' নামে তথ্যকেন্দ্র খুলেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পার্শ্বে এই তথ্যকেন্দ্রগুলো খোলা হয়। এর পাশাপাশি ছাত্রশিবিরের পক্ষে থেকে মডেল টেস্ট ও থাকা-খাওয়া আয়োজন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য।
চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ সোলায়মান বলেন, ছাত্রশিবির এমন উদ্যোগ প্রশংসনীয়। যেকোনো অপরিচিত জায়গায় ছাত্রশিবির এক আস্থার নাম। আশা করি ছাত্রশিবির সামনে আরও এমন ভালো ভালো উদ্যোগ নিবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, "ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশব্যাপী হাজারো শিক্ষার্থী ও অভিভাবক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করছেন।
এই সময় তাদের তথ্য ও দিকনির্দেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা জুলাই গণ-অভ্যুত্থানের বীর 'শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের নামেও তথ্যকেন্দ্র' চালু করেছি।
আমাদের এ ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করতে পারা আমাদের জন্য গৌরবের বিষয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর