
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের পর ৭ মাসের গর্ভপাতের ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম (২৩) কে জামালপুর জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১৯ এপ্রিল) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জামালপুর ডিবির ওসি মো. নাজমুস সাকিব সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। গত ১২ এপ্রিল কিশোরীর পিতা সোহেল বাদী হয়ে ধর্ষক জাহিদুলের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গুরুতর অসুস্থ কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মামলা দায়েরের পর থেকেই জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (সদর সার্কেল)এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. নাজমুস সাকিব এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
এছাড়াও বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত করে এসআই মো. আসাদুজ্জামান, এসআই মো. আতিকুর রহমান এবং এসআই মো. আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে জামালপুর ডিবি পুলিশ দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার টাওয়ার মার্কেট এলাকার খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ ১৩ ঘণ্টা অভিযান পরিচালনার পর ১৮ এপ্রিল সন্ধ্যায় ধর্ষক মো. জাহিদুলকে গ্রেফতার করে।
জামালপুর ডিবির ওসি মো. নাজমুস সাকিব জানান, বিষয়টি নিয়ে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে ধর্ষককে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জানান, জামালপুরের সরিষাবাড়ীতে সংঘটিত ধর্ষণের ঘটনার পরপরই আমরা প্রয়োজনীয় তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম শুরু করি। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হলেও মাত্র ০৭ দিনের মধ্যেই আমরা মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের সোহেল রানার ৮ম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের কন্যাকে প্রতিবেশী সাইদর রহমানের বিবাহিত পুত্র জাহিদুল ইসলাম তার ছোট বোন সুর্বণা আক্তারের সহায়তায় গত বছরের আগস্ট মাসের ১২ তারিখ দুপুরে ভাতের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে।
এরপর থেকে জাহিদুল তাকে ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার এক পর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। জাহিদুল বোন সুর্বণা আক্তারের সহযোগিতায় কিশোরীকে ঔষধ খাইয়ে ৭ মাসের গর্ভপাতে মৃত পুত্র সন্তানের জন্ম দেয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর