
ফরিদপুরের নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা।
স্থানীয়রা জানান, উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের আউয়াল মুন্সীর ছেলে, তিন সন্তানের জনক কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সীর (৩৫) সঙ্গে একই ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে খুশি আক্তারের (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রেমের সম্পর্কের জের ধরে তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় গিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে।
খুশি আক্তার বলেন, কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে নগরকান্দা পৌর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে প্রায় দুই মাস সেখানে রাখে। আমাদের মধ্যে একাধিকবার দৈহিক সম্পর্ক হয়।
আমি তাকে বিয়ে করার জন্য চাপ দিলে, সে তালবাহানা শুরু করে। আমি কোন উপায় না দেখে, বিয়ের দাবিতে তার বাড়িতে ৫দিন ধরে অনশন করছি। তিন মাস আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আমার বিয়ে হয়েছিল। আমি স্বামীকে ত্যাগ করে, আমার সব গহনা ও টাকা পয়সা ইসরাইলকে দিয়েছি। এখন এ অবস্থায় সে আমাকে বিয়ে না করলে, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না
কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী বলেন, উপজেলার চাঁদহাট বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। কাপড় কেনার জন্য খুশি আক্তার আমার দোকানে বিভিন্ন সময় আসতো। এরই মধ্যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমি তাকে গোপনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে নগরকান্দায় থাকতাম। কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে আমি তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি।
চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহেব ফকির বিডি২৪লাইভকে বলেন, ইসরাইল মুন্সি দুটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জনক। তার বাড়িতে বিয়ের দাবিতে আলগাদিয়া গ্রামের একটি মেয়ে অনশন করছে।
তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আমি এমনটা শুনেছি। তবে ওই ওয়ার্ডের (৩নং) মেম্বার সুমনকে আমি বিষয়টি খোঁজখবর নিতে বলেছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর