
বান্দরবানের আলীকদমে নয়াপাড়া ইউনিয়ন ও চৈক্ষ্যং ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে ৩ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছিদ্দিক কারবারি পাড়া এলাকায় পারিবারিক কলহের জেদ ধরে আক্তার হোসেনের ছেলে মো. মোক্তার হোসেন (২৭) বিষপান করেন বলে জানা যায়।
মোক্তার হোসেনের পিতা আক্তার হোসেন বলেন, গতকাল সকালে আমার ছেলের সাথে তার বউ এর মধ্যে মনোমালিন্য হয়। এরপর বউ আমার ছেলের সাথে অভিমান করে বউ বাপের বাড়িতে চলে যাওয়ার কারণে বিষ পান করেছে বলে জানা।
এদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাদন কারবারি পাড়া (বালু ঝিরি) এলাকায় পারিবারিক কলহের জেদ ধরে আজকে সকালে মেনলক ম্রো ছেলে ঙেংলং ম্রো (২৭) ও তার বউ কাইপিও ম্রোসহ (২০) ২ জনে বিষপান করেন।
ঙেংলং ম্রোর পিতা মেনলক ম্রো বলেন,আমার ছেলে এবং বউ এর মধ্যে দীর্ঘদিন পারিবারিকভাবে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয়। তার মধ্যে পারিবারিক সমস্যার কারণে আমার ছেলে আরেকটি মেয়ে কে বিবাহ করে বাড়িতে আনার কারণে আবার স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে রাগ ২ জনে বিষ পান করেন বলে জানান।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, আজকে সকাল ৯ টার দিকে ৩ জন লোক বিষপান করে এখানে চিকিৎসা সেবার জন্য আসেন। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। বর্তমানে এখানে চিকিৎসাধীন আছেন বলে জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর