
নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে ওই ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ। ওই দিন ঘটনা জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কারের নোটিশ প্রদান করা হয়।
ফয়সাল আহমেদ দুর্জয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিক হয়। সোমবারে হবু স্বামী ওই শিক্ষার্থীকে নিয়ে দুর্গাপুরে ঘুরতে যান। আগে থেকেই মেয়েটির হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব ছিল।
রাত্রি যাপনের জন্য ওই জুটি ফয়সালের সহযোগিতা চান। তার কথামতো বিরিশিরিতে একটি হোটেলে উঠেন তারা। বিকেল ৩টার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী ওই যুবক। এ সুযোগে ছত্রদল নেতা ফয়সাল পুলিশকে ফোন করে তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা জানায়। পরে পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার পর ওই যুবক পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। ঠিক এ সময়ে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে।
পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় মেয়েটির চিৎকারের আওয়াজ শুনে অভিযান চালায়। এ সময় মেয়েটিকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে মঙ্গলবার রাতে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বুধবার বিকেলে ফয়সাল আহমেদ দুর্জয়কে নেত্রকোনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
নেত্রকোনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. নূরুজ্জামান বলেন, দুর্গাপুরে ধর্ষণ মামলার আসামি ফয়সাল আহমেদ দুর্জয়কে বুধবার বিকেলে আদালতে হাজির করা হয়।
আসামির আইনজীবী জামিন আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম স্যার তার জামিন না মঞ্জুর করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর