
শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মোস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
সূত্রে জানা গেছে, গোলাম মোস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক তাদের ক্ষেতে বোরো ধান কাটতে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দুইজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তুফাকে মৃত ঘোষণা করেন। তবে অপর কৃষক আফিজুল বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর