
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী শামা জাবিন অর্পা।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন অর্পা। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।
এ বছর প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে শামা জাবিন অর্পার লেখা বিশেষভাবে প্রশংসিত হয় এবং তাকে তৃতীয় স্থান প্রদান করা হয়।
এই অর্জনের অনুভূতি প্রকাশ করে অর্পা বলেন, “জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে তৃতীয় হয়ে পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। বিশেষ করে, নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে পুরস্কার নেওয়াটা আমার জীবনের একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই অর্জন আমাকে আরও বেশি দায়িত্বশীল ও সৃজনশীলভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।”
অর্পার এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. জামসেদুল ইসলাম বলেন, “অর্পার এই অর্জন পুরো দেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এমন অর্জন ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে উৎসাহিত করবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, “শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের অনুপ্রাণিত করে। শামার এই কৃতিত্ব নোবিপ্রবির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর