
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের করার তিন ঘণ্টার মধ্যে পুলিশ এ ঘটনায় জড়িত ধর্ষক মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী নামের দুজনকে আটক করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জনৈকা কিশোরী (১৮) বাড়ির সামনের ছড়ায় গোসল করতে ও পরিহিত কাপড়চোপড় ধুতে যায়।
এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুই অজ্ঞাত যুবক ঐ কিশোরীর মুখ চেপে ধরে আড়ালে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে তা ভিডিও ধারণ করে। এ ঘটনায় কিশোরী বৃহস্পতিবার রাতেই বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করেন।
লক্ষ্মীছড়ি থানার ওসি মু. খালেদ হোসেন জানান, মামলার মাত্র তিন ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে উল্লিখিত আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী নামের দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর