
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ইখতিয়ার হোসেন (৩২)।
তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
শুক্রবার (২ মে) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এর আগে ইখতিয়ায়র হোসেনকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দুয়া উপজেলার আহ্বায়ক ইখতিয়ার হোসেনকে বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর বাসা ভাঙচুর ও অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর