
বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার (৩ মে) বগুড়া-নাটোর মহাসড়কের বেড়াগাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম থেকে সাত জন যাত্রী নিয়ে একটি অটোভ্যান কুন্দারহাটের দিকে যাচ্ছিল। অটোভ্যানটি বগুড়া-নাটোর মহাসড়কের বেড়া গাড়ি নামক স্থানে পৌঁছালে ভ্যানগাড়ির রাস্তায় এক্সেল ভেঙ্গে পড়ে।
অপরদিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ওই অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিংড়া উপজেলার আনুলিয়া কৈ গ্রামের হাসান আলী নামের একজনের। গুরুতর আহত অবস্থায় ফায়ারসার্ভিসের কর্মীরা আহসান আলী নামের একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহসান আলী নন্দীগ্রাম উপজেলার দাঁত মানিকা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এছাড়া দুর্ঘটনায় আহত আরও তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান।
এ বিষয় কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের পরিবার যদি অভিযোগ করে তাহলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর