
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৫ মে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি সাধারণ ফ্লাইটে তার ফেরার কথা জানানো হলেও, শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে ফেরা নিশ্চিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) দেশে আসবেন ইনশাআল্লাহ। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি। সময় নির্ধারিত হলে জানিয়ে দেওয়া হবে।”
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। দীর্ঘ ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। প্রায় ছয় বছর পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন।
বর্তমানে তিনি লন্ডনে তার ছেলের বাসায় অবস্থান করছেন এবং সেখানে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার মধ্যে রয়েছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
সর্বশেষ খবর