
নড়াইলে ৯১পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাদত শেখ (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ মে) রাতে সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদত শেখ সদর থানার শিঙ্গাশোলপুর গ্রামের বাবর আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মো. ফারুক হোসেন ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার রাত ৮টা ১০মিনিটের দিকে অভিযান চালানো হয়।
সিঙ্গাশোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় জনৈক ইমদাদুল শেখের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর শাহাদত শেখকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর