
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একদল মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে।
শনিবার (৩ মে) সন্ধ্যায় শাহজাদপুর পৌর সদরের চুনিয়াখালি পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম হাজী মো. রহমান বাবু।
তিনি শাহজাদপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং লাভলু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী। আহত ব্যবসায়ী মো. রহমান বাবু বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আহত ব্যবসায়ীর ছেলে মো. রাকিব খান বাদী হয়ে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।
আহত ব্যবসায়ীর ছেলে রাকিব খান জানান, তার বাবা শাহজাদপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শাহজাদপুর শহরের মনিরামপুর বাজারে লাভলু বস্ত্রালয় নামক ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ১০লাখ টাকা চাঁদা দাবি করে চুনিয়াখালি মহল্লার কাজী মো. সজিব, কাজী মো. সুজন এবং রূপপুর মহল্লার রাজু শেখ ও ফটিক শেখ।
এই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বাসার পাশের রাস্তায় একা পেয়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, ব্যবসায়ীকে কোপানোর খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ীর ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর