
৭৯২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও পৃথক আরেকটি মামলা করা হয়েছে।
আজ সোমবার (৫ মে) বিকেলে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। মামলাগুলো দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ও সহকারী পরিচালক মনিরুল ইসলাম।
দুদকের দায়েরকৃত মামলার অভিযোগপত্র অনুযায়ী, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০ কোটি ৭ লাখ ৪১ হাজার ১২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকার ঘুষ ও দুর্নীতির সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
অপরদিকে, তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে ১২ কোটি ১২ হাজার ২১৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া অভিযোগের আওতায় থাকা সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তাদের কন্যা রুশমিলা রহমান (অহনা), পুত্র রাফসান রহমান, অপর কন্যা সুনেহরা রহমান (তন্নি) এবং জামাতা রাকিন আল মাহমুদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক।
দুদকের আরেক মামলায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরিচ্যুত নির্বাহী পরিচালক এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৩০ লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
সর্বশেষ খবর