
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) বিকেলে দক্ষিণ কোরিয়ার পুছন সিটির সুংউরি এলাকায় একটি সম্মানজনক হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমেদ শাহিন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাসান, সহ-আন্তর্জাতিক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম জামান সজল, সদস্যসচিব হারুনুর রশিদ হিরন, যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব, কমিটির সদস্য মনির হোসেন, সরকার জামান নলেজ, আব্দুল হান্নান রিন্টু, কাউসার শেখ, মামুন ঢালী, শাহ আলম, হানিফ তালুকদার, মামুন ওসমানী প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন শান্ত শেখ, রাসেল বিন সুলায়মান, মিজানুর রহমান, মোহাম্মদ এনায়েতুল্লাহ ফাহাদ, রাকিবুল ইসলাম, তুষার শেখ, শহীদ পাটোয়ারী, নাঈম খান, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, জনি শেখ, মেহেদী হাসান ফরাজী, গাজী জনি, বিল্লাল হোসেন, মোহাম্মদ রাজন, তাওহিদুল ইসলাম, মো. সারাফত হোসাইন, সাব্বির, সাইফুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাই নয়, এটি একটি বাস্তবভিত্তিক রূপরেখা। অতীতে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও জনগণের মাঝে তার প্রচার ও ব্যাখ্যা সঠিকভাবে পৌঁছায়নি। তাই এখন সময় এসেছে জনগণের কাছে দফাগুলো পরিষ্কারভাবে উপস্থাপনের।
তারা আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের সুযোগে একটি মহল সাম্প্রদায়িক বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্বের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক বাপ্পি খান এবং ওহিদুল ইসলাম সুজন।
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর