
প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার (৬ মে) সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে একযোগে ঢাকায় পৌঁছাবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াসহ মোট ১৪ জনের একটি প্রতিনিধিদল একসঙ্গে দেশে ফিরছেন। দেশে ফেরার পর ডা. জোবাইদা রাজধানীর ধানমন্ডির মাহবুব ভবনে অবস্থান করবেন। ইতোমধ্যে বাড়িটি তার জন্য প্রস্তুত করা হয়েছে। বাসার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাড়ির ভেতর ও চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বাসার চারপাশে বাড়ানো হয়েছে নজরদারি। নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবেন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ও পুলিশের সদস্যরা।
তবে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—নিরাপত্তার নামে সাধারণ মানুষকে বিরক্ত করা যাবে না।
মাহবুব ভবনের নিরাপত্তা ও প্রস্তুতির তদারকি করছেন রুমন নিজেই। তিনি বলেন, “বাসাটি এমনিতেই পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন। তারপরও বাড়তি সতর্কতার অংশ হিসেবে বাড়ির দেয়ালে সিসিটিভি বসানো হয়েছে, নিরাপত্তা কর্মীদের জন্য রয়েছে গার্ড রুম ও আলাদা গাড়ির ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “চেয়ারম্যান সাহেবের স্পষ্ট নির্দেশ—প্রতিবেশীদের বিরক্ত করা যাবে না। পেছনের দেয়ালের পাশে যেসব বাড়ির বারান্দা রয়েছে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করেই আমরা নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।”
রুমন জানান, ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাসভবন পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় করণীয় ঠিক করে গেছেন।
সর্বশেষ খবর