
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২৪ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
মাছটি পদ্মা নদীতে আন্ধারমানিক এলাকার জেলে রফিক হালদারের জালে ধরা পড়েছিল। বৃহস্পতিবার (৮ মে) সকালে কাতল মাছটি অনলাইন সিলেটের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, গতকাল বুধবার সন্ধ্যার পর পদ্মা নদীতে আন্ধারমানিক এলাকার জেলে রফিক হালদারের জালে ২৪ কেজি ওজনের একটি বড় কাতার মাছ ধরা পড়ে।
তিনি রাত ৮টার দিকে জেলে রফিক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে তার কাছ থেকে সরাসরি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সিলেটের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি করি।
তিনি আরও বলেন, পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। তাই বেশি দাম হলেও পদ্মার কাতল মাছ জেলেদের কাছ থেকে কিনে রাখি। অনেক সময় এই মাছগুলো কেটেও বিক্রি হয়ে থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখনো বিভিন্ন প্রজাতির অনেক বড় বড় মাছ রয়েছে। যে মাছগুলো জেলেদের জলে প্রতিনিয়তই ধরা পড়ছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর