
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মো. শামীম জিলাদার (৩৫) নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর শামীমের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর