
কিশোরগঞ্জে পিকআপের নিচে চাপা পড়ে নূর ইসলাম (৭০), আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৭১) নামে তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ মে) কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিনজনের মধ্যে আবু তাহের ও আবুল কাসেম আপন ভাই। তারা কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মধু মিয়ার ছেলে।
এছাড়া নিহত অপর যাত্রী নূর ইসলাম একই ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের সুন্দর আলির ছেলে।
নিহতদের পরিবারসূত্রে জানা গেছে, মামলা সংক্রান্ত কাজে নূর ইসলাম, আবু তাহের ও আবুল কাসেম এই তিনজন কুলিয়ারচর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেলা শহরে যাচ্ছিলেন।
পথে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় পিছন দিক থেকে একটি পিকআপ তাদের সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন যাত্রীই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবু তাহেরের মৃত্যু হয়।
এছাড়া নূর ইসলাম ও আবুল কাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেলে এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান।
তবে এই বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রসিদ বলেন, দুর্ঘটনার কোনো তথ্য আমাদের জানা নেই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর