
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড এবং প্রায় এক কোটি ১৩ লাখ নগদ টাকাসহ ছয়জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (১১ মে) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) সকাল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ ছয়জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) ও সৈকত (২১)। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবত নদীতে চাঁদাবাজি করে আসছে। আটক ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে।
ফলশ্রুতিতে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে কমেছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর