
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুর ও বিকেলে রুটি এবং বনগজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন,রুটি গ্রামের শেখ সেলিম মিয়া (৬০) এবং বনগজ এলাকার জমির খান (২২)। প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৩টার দিকে।
নিহত শেখ সেলিম মিয়া রুটি উত্তর পাড়া শেখ বাড়ির বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। জানা যায়, তিনি নিজ জমিতে ধান কাটার পর খড় শুকিয়ে গুছিয়ে রাখার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার ছেলে রুবেল শেখ বলেন, বাবা প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আমরা ভাবছিলাম তিনি ঘরে ফিরবেন। কিছুক্ষণ পর জানতে পারি বজ্রপাতে তিনি মারা গেছেন।
ধরখার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহিনুর বেগম ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই দিনে দুপুরে ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় বজ্রপাতের আরেকটি ঘটনায় মারা যান মো. জমির খান (২২)। তিনি স্থানীয় মদন খানের ছেলে। ঘটনার সময় জমির খান গরু চড়াচ্ছিলেন বলে জানা গেছে। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর